Logo

অপরাধ    >>   দীপ্ত টিভির সম্প্রচার কর্মকর্তার হত্যায় আরও এক গ্রেপ্তার, বিএনপি নেতার সন্ধানে অভিযান

দীপ্ত টিভির সম্প্রচার কর্মকর্তার হত্যায় আরও এক গ্রেপ্তার, বিএনপি নেতার সন্ধানে অভিযান

দীপ্ত টিভির সম্প্রচার কর্মকর্তার হত্যায় আরও এক গ্রেপ্তার, বিএনপি নেতার সন্ধানে অভিযান

রাজধানীর হাতিরঝিলে বেসরকারি টেলিভিশন চ্যানেল দীপ্ত টিভির সম্প্রচার কর্মকর্তা তানজিল জাহান ইসলাম, যিনি তামিম নামে পরিচিত, হত্যার ঘটনায় পুলিশ রাসেল নামের আরও একজনকে গ্রেপ্তার করেছে। এই ঘটনার সাথে বিএনপি নেতা শেখ রবিউল আলমের নাম জড়িত থাকায় তাঁর গ্রেপ্তারে অভিযান চলছে।

শনিবার ভোর পাঁচটার দিকে রাসেলকে রাজধানী থেকে গ্রেপ্তার করা হয়, এর ফলে হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তারকৃতের সংখ্যা ছয়জনে দাঁড়ালো। এর আগে মো. আবদুল লতিফ, মো. কুরবান আলী, মাহিন, মোজাম্মেল হক কবির এবং বাঁধন নামে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।

তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার মো. রুহুল কবির খান জানান, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে রাসেলকে শনাক্ত করা হয়েছে এবং তিনি সরাসরি হত্যাকাণ্ডে অংশ নিয়েছেন। পুলিশ বলছে, হত্যাকাণ্ডের সাথে যুক্ত থাকার অভিযোগে প্লিজেন্ট প্রোপার্টির ব্যবস্থাপনা পরিচালক শেখ রবিউল আলমের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। উল্লেখ্য, শেখ রবিউল বিএনপির নির্বাহী কমিটির সদস্য।

এদিকে, সন্ত্রাসী হামলার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলমকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে।

গত বৃহস্পতিবার সকালে হাতিরঝিল এলাকায় তানজিল জাহান ইসলামের হত্যাকাণ্ড ঘটে। এ ঘটনায় ১৬ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, বাড়ি নির্মাণ ও ফ্ল্যাট ভাগাভাগি নিয়ে আবাসন নির্মাতা প্রতিষ্ঠানের সঙ্গে বিরোধের কারণে জমির মালিকের ছেলেকে হত্যা করা হয়েছে।





P.S 220 Winter concert

P.S 220 Winter concert